ফের বিতর্কে জড়াল দা কাপিল শর্মা শো

54
ফের বিতর্কে জড়াল দা কাপিল শর্মা শো

এর আগেও বহুবার বিতরকের সম্মুখীন হতে হয়েছিল দা কাপিল শর্মা শো কে। যতটা জনপ্রিয় এই অনুষ্ঠান ততটাই বিতর্কিত এটি। কখনো সহঅভিনেতার আসামিদের বিরুদ্ধে মুখ খুলেছেন আবার কখনও কখনও অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কন্ট্রোভার্সিতে উঠে এসেছে কপিল শর্মার নাম। বলিউডের বড় বড় তারকার এই অনুষ্ঠানে সব সময় আসেন নিজের সিনেমার প্রচারের জন্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেন সালমান খান।

সম্প্রতি একটি ছবির প্রচার ঘিরে আরও একবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক। যা কাশ্মীর ফাইল নামে একটি ছবি তৈরি করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এই ছবিটি তৈরি হতে চলেছে। ছবি মুক্তির পর থেকেই ছবির প্রচারের জন্য পরিচালক বিভিন্ন অনুষ্ঠানে গেছেন। প্রত্যেক অনুষ্ঠানে গিয়ে তিনি এই সিনেমাটি দেখার জন্য দর্শকদের অনুরোধ করেছেন বারবার।

কিন্তু এবার টুইটারে ছবির পরিচালক বিবেক জানান, প্রায় সমস্ত বলিউড সিনেমার ছবির প্রচার করতে দেখা যায় দা কাপিল শর্মা শো তে। কিন্তু তিনি যখন এই অনুষ্ঠানে আসতে চান তখন সেখান থেকে না বলে দেওয়া হয়। বিবেকের কথা অনুযায়ী, কাপিল শর্মা টিমে তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু সিনেমায় বড় কোনো কাজ নেই তাই এই ছবিটির প্রচার তারা একেবারে করতে পারবেন না। কিন্তু এই সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী যোশী।

এই ঘটনার পর টুইট করে বিবেক অগ্নিহোত্রী লেখেন, আমি এখানে কেউ না যে কপিল শো তে অতিথি হয়ে কে আসবে আর কে আসবে না সেটা আমি নির্ধারিত করে দেবো। এটি সম্পূর্ণ ওই অনুষ্ঠানের পরিচালকদের দায়িত্ব। কিন্তু এই টুইট ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকে এই কপিল শর্মা শো কে বয়কট করার ডাক দেন। কেউ কেউ বলছেন এই অনুষ্ঠান একেবারেই দেখা উচিত নয় আবার কেউ কেউ বলছেন, কপিল শর্মার উচিত পরিচালকের থেকে ক্ষমা চেয়ে নেওয়া।