চীন সীমান্তে ৩৭ টি নতুন রাস্তা তৈরি করতে চলেছে ভারত সরকার

12
চীন সীমান্তে ৩৭ টি নতুন রাস্তা তৈরি করতে চলেছে ভারত সরকার

অনেক হয়েছে ভয় পাওয়া এখন আর সেই পথে চলতে চাইছে না ভারত। চীনকে ভারত এবার জবাব দিচ্ছে তার কাজের মাধ্যমে। ভারত চীন সীমান্তে ৩৭ টি নতুন রাস্তা তৈরি করতে চলেছে ভারত সরকার। মোট ৮৭৫ কিমি রাস্তা তৈরী করা হবে ভারত চিন সীমান্তে, তার জন্য ১৩ হাজার কোটি টাকা খরচ করা হবে।

তবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ৭০% রাস্তাই নাকি তৈরি হবে অরুণাচল প্রদেশে। এই কাজ ধাপে ধাপে সম্পন্ন হবে বলে জানানো হয়েছে। বর্তমানে এক এবং ধাপ দুই এর কাজ চলছে। এই ধাপের মধ্যে ভারত চিন সীমান্তে ১৪৩৫ কিমি রাস্তা তৈরী করা হবে। এর জন্য ১৬০০ কোটি টাকা ব্যয় হবে। লাদাখ , হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকা দিয়ে রাস্তা তৈরি হবে।

ইতিমধ্যেই প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে, আইসিবিআর প্রকল্পের উদ্দেশ্যে ভারত চীন সীমান্তে রাস্তা থেকে শুরু করে ব্রিজ ও টানেল সমস্ত কিছুই তৈরি করা হবে ও আগের তুলনায় যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। কোনভাবেই যাতে সেনাবাহিনীর সীমান্তে পৌঁছতে অসুবিধার সম্মুখীন না হতে হয়। তার জন্য সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থাই তৈরি করা হবে।

রাস্তা তৈরি নিয়ে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আইসিবিআর এর একটি উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ৩৭টি রাস্তার মধ্যে ২২টি রাস্তা তৈরি হবে ধাপ ৩ এর মধ্যে। পরবর্তীতে এক ও দুইয়ের কাজ শুরু হবে।।