মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবাক করা একটি ঘটনা ঘটেছে। রাগের মাথায় অজগরকে কামড় দিল স্বামী। স্ত্রীর সঙ্গে সামান্য ঝগড়ার জেরে বিষয়টি এতোদূর গড়াতে পারে, তা আন্দাজও করতে পারেননি কেউ।
পুলিশ ২২ বছর বয়সী এই যুবককে গ্রেফতার করেছে। পারিবারিক কলহের জেরে একটি সাপকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই ব্যক্তির নাম কেভিন জাস্টিন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভোর সাড়ে ৫টার দিকে কেউ একজন পুলিশকে ফোন করে বলেন তাঁর অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী-স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে।
খবর পেয়ে পুলিশ সেই ফ্ল্যাটে চলে আসে। কিন্তু সেখানে পা রাখতেই চমকে ওঠে তারা। ফ্ল্যাটের বাইরে একটি অজগরের কাটা মাথা পড়েছিল। পুলিশও তা দেখে অবাক। সংরক্ষিত প্রাণীকে হত্যা-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে কেভিনের বিরুদ্ধে।