বিশ্বের সবথেকে নোংরা বাড়ির তকমা পেল 13 বছর ধরে পড়ে থাকা এই বাড়ি

26
বিশ্বের সবথেকে নোংরা বাড়ির তকমা পেল 13 বছর ধরে পড়ে থাকা এই বাড়ি

13 বছর ধরে নোংরা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে বাড়িটি। রান্নাঘরে পড়ে রয়েছে এঁটো বাসন, বাথরুমের অবস্থা এমনই যে চোখে দেখা যায় না! মেঝেতে এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু নোংরা আবর্জনা। এমন একটি বাড়ি সম্প্রত্তি বিক্রির কথা ভাবছেন বাড়ির মালিকরা। বাড়িটি রয়েছে সূদূর ব্রিটেনে।

ব্রিটেনের ডেভনের প্লাইমাউথে রয়েছে এই বাড়ি। 13 বছর আগে এক দম্পতি থাকতেন সেখানে। তবে বিগত এক দশকেরও বেশি সময় ধরে বাড়িটি ফাঁকা রয়েছে। আর এরই মধ্যে সে পেয়ে গিয়েছে বিশ্বের সবথেকে নোংরা বাড়ির তকমা। বাড়ির বাইরের অংশ ভরে রয়েছে আগাছাতে। 13 বছর আগের আবর্জনা এখনো বাড়ির মধ্যে রয়েছে।

বাড়ির প্রতিটি ঘর, সিঁড়ি, ড্রয়িংরুম-সর্বত্র আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। কাগজ এবং প্লাস্টিকের জিনিসের ছড়াছড়ি। এই নোংরা আবর্জনায় পরিপূর্ণ বাড়িটিকে পরিষ্কার করানোর কথা ভাবছেনও না মালিকেরা। বাড়িটি যেমন আছে তেমন ভাবেই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আপাতত তারা এটা ভেবে পাচ্ছেন না যে বাড়ি 13 বছর ধরে বন্ধ রয়েছে সেই বাড়ির মধ্যে এত ধুলো ঢুকলো কিভাবে!