শিলিগুড়ির এন টি এস মোড়ে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

46
শিলিগুড়ির এন টি এস মোড়ে উদ্ধার হল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

বুধবার শিলিগুড়ির এন টি এস মোড়ে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

মৃতের নাম তপন পাল। সে শিলিগুড়ির বাসিন্দা। পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।

জানা গিয়েছে যে এদিন প্রতিদিনের মত এদিনও সোনার দোকানটি খোলেন তিনি। এবং দোকানের ভেতরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি থানার পুলিশ।

এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।