প্যারাসিটামল-সহ 128টি ওষুধের দামের উপর সর্বোচ্চ সীমা বেঁধে দিল সরকার!

14
প্যারাসিটামল-সহ 128টি ওষুধের দামের উপর সর্বোচ্চ সীমা বেঁধে দিল সরকার!

কেন্দ্র সরকার প্যারাসিটামল-সহ একগুচ্ছ ওষুধের দাম ঠিক করে দিল। 128টি ওষুধের উপর সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সরকারের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওষুধের এই দাম বেঁধে দেওয়ার পর কোম্পানিগুলো গ্রাহকদের কাছ থেকে আর বেশি দাম নিতে পারবে না। NPPA-র তরফে যে যে ওষুধের ফর্মুলেশনের দাম নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে মেটফরমোন হাইড্রোক্লোরাইড, প্যারাসিটামল, ডিফেনাইলফ্রাইন হাইড্রোক্লোরাইড, ডিফেনহাইড্রাইমাইন হাইড্রোক্লোরাইড, ক্যাফেইন ট্যাবলেট, প্যারাসিটামল, ফেনাইলেফ্রাইনের মতো ওষুধগুলি।

জানা গিয়েছে, যে যে ওষুধের সর্বোচ্চ দাম কোম্পানিগুলি বেঁধে দিয়েছে। সেই ওষুধগুলি ক্যান্সার, আর্থ্রাইটিস, হৃদরোগ, ব্যাকটেরিয়া সংক্রমণ, নিউমোনিয়া, যক্ষ্মা, থাইরয়েড, মৃগীরোগ এবং মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ফলে রোগীরা যে লাভ পাবেন সে বিষয়ে কোনও সন্দেহই নেই।

তবে কোনও সন্দেহ নেই, সরকারের এই সিদ্ধান্তে ওষুধগুলি আরও সস্তা হবে। যে কোম্পানিগুলি ওষুধের দাম বেশি পরিমাণে নেয় সেই অতিরিক্ত টাকা সরকারের কাছে জমা দিতে হবে।