নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ল চার চাকা গাড়ি

44
নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ক্যানেলে পড়ল চার চাকা গাড়ি

সোমবার শিলিগুড়ির অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে ফুলবাড়ির গাজোলডোবা তিস্তা ক্যানেলে পড়ল চার চাকা গাড়ি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে যে এদিন একটি গাড়িতে করে চালক সহ চারজন ক্রান্তি থেকে শিলিগুড়িতে আসছিলেন এক রোগীকে দেখতে। এরপর আচমকাই গাড়িটি ফুলবাড়ির গাজোলডোবা তিস্তা ক্যানেলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

এবং তৎক্ষনাত গাড়ির কাঁচ ভেঙে কোনক্রমে বাইরে বেরিয়ে আসেন গাড়ির চালক সহ চারজনই। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ গিয়ে ক্রেনের সাহায্যে ডুবে যাওয়া গাড়িটিকে উদ্ধার করে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।