বন জঙ্গল বেশি যে সমস্ত এলাকা গুলোয় যেখানে হাতির উপদ্রব বেশী সেই জায়গা গুলি এমনিতেই একটু ঝুঁকিপূর্ন থাকে। তার উপর তাদের তাণ্ডব শুরু হলে তো আর কোনো কথাই নেই। সেখানের জনসাধারণের জন্য পথ চলা দায় হয়ে যায়। আর এরকম একটি জায়গাই হলো বৈকুণ্ঠপুর। সেখানের বনবিভাগের মহারাজ ঘাট এলাকায় এই হাতির তাণ্ডবে এক মাধ্যমিক পরীক্ষার্থী এই বৃহস্পতিবার মারা যায় বলে জানা গেছে। আর এর পর থেকেই প্রশাসন নড়ে চড়ে উঠেছে। বনবিভাগের তরফ থেকেও এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তাই এরপর থেকে হাতির উপর নজরদারি চালানোর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বনবিভাগ। এ বিষয়ে গরুমারা বন্যপ্রাণী বিভাগের বন আধিকারিক দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, গরুমারা সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের আলাদাভাবে পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও এই সমস্ত এলাকা গুলিতে একটি করে বাইক বাহিনী মোতায়েন করার কথা ভাবা হচ্ছে। বিশেষ করে গরুমারা, জলদাপারার সাইড গুলি খুব বিপদজনক। যেকোনো সময় কোনো দলছুট হাতি এসে আঘাত করে দেওয়ার ভয় থাকে সব সময়। তার উপর নেটওয়ার্ক ও থাকে না সব সময়। তাই সেখানে একটি বাইক বাহিনী থাকলে অনেক দিক থেকে সুবিধা। বাইক নিয়ে গিয়ে অন্য এলাকায় খবর দিতেও সুবিধা বা বন বিভাগে জানাতেই ছুটে যেতে অনেক সুবিধা হবে। তাই এর জন্য বাইক চালাতে সক্ষম সেই ধরনের বন কর্মীদের কাজে নেওয়া হতে পারে। দ্রুত আরও বেশি সংখ্যায় বাইক নামানো হবে বলে বনাধিকারিক দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন।