বুধবার ভারত নেপাল সীমান্তের ঝাপুজোতে দলছুট হয়ে পড়ল হস্তিশাবক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা এদিন সকালে হাতির দল থেকে দলছুট হয়ে পড়ে হস্তিশাবকটি।
এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনকর্মীরা। এরপর হস্তিশাবকটি উদ্ধার করে ট্রাক্টরে করে বাগডোগরার তাইপু বিট অফিসে নিয়ে আসা যাওয়া হয়।
হস্তিশাবকটি মাঝে মাঝে জল দেওয়া হচ্ছে। অপরদিকে হস্তিশাবকটিকে দেখতে ভীড় জমান সাধারণ মানুষ।