মালদা,২৮ ফেব্রুয়ারি : বনধ সফল করতে মালদা শহরে মিছিল করল জেলা বিজেপি।
এদিন বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়।
মিছিলে পা মেলান বিধায়িক শ্রীরূপা মিত্র চৌধুরী, দক্ষিণ মালদা সভাপতি পার্থসারথি ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
বিজেপি প্রার্থীরাও অংশ নেন মিছিলে।
ইংরেজবাজার বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, রাজ্যের পাশাপাশি মালদা জেলার দুটি পৌরসভায় ভোটের নামে প্রহসন হয়েছে। ভোট লুঠ করা হয়েছে। এরই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা বনধ ডাকা হয়।
কর্মী-সমর্থকদের নিয়ে ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা শহরে মিছিলের আয়োজন করা হয়।