প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী সিন্ধুতাই সাপকাল

32
প্রয়াত হলেন পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী সিন্ধুতাই সাপকাল

প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী সিন্ধুতাই সাপকাল। বয়স হয়েছিল 75 বছর; মঙ্গলবার রাতে তিনি প্রয়াত হন। পুনের গ্যালাক্সি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গোটা জীবনে তিনি প্রায় দেড় হাজারের বেশি অনাথ শিশুদের মানুষ করেন। এ কারণে তাকে অনাথের মা বলা হত। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জ্ঞাপন করেছেন শচীন তেন্ডুলকর।

সমাজসেবী সিন্ধুতাই সাপকাল ২০১৭ সালে রাষ্ট্রপতির কাছ ‘নারী শক্তি’ পুরস্কার পান। এছাড়া আরও বহু সম্মান পেয়েছেন সিন্ধুতাই। তার মধ্যে রয়েছে ২০১৩ সালে ‘আইকনিক মাদার’র জন্য জাতীয় পুরষ্কার।

তিনি জন্মগ্রহণ করেন, ১৪ নভেম্বর,১৯৪৮ সালে মহারাষ্ট্রর ওয়ারধা জেলা পিম্প্রি মেঘে গ্রামে । তার পিতা অভিমানজি সাঠে পেশায় একজন গোচারক ছিলেন। একজন অবাঞ্ছিত সন্তান হওয়ার দরুন তার ডাকনাম দেওয়া হয়েছিল ‘ছিন্ধি’ (ছেঁড়া টুকরা কাপড়)। তার বাবা তার মায়ের বিরুদ্ধে সিন্ধুতাইকে শিক্ষিত করতে উৎসাহী ছিলেন।