শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ফুলবাড়ী চাবাগানের ভেতর থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে যে এদিন পচা গন্ধ পেয়ে বাগানের ভেতর চিতাবাঘের মৃতদেহ লক্ষ্য করেন চাবাগানের শ্রমিকরা। এর পরেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টুকরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা। তবে কিভাবে মৃত্যু হল চিতাবাঘের তা খতিয়ে দেখছেন বনদপ্তর।