পুত্রবধূকে বিয়ে প্রৌঢ় শ্বশুরের!

17
পুত্রবধূকে বিয়ে প্রৌঢ় শ্বশুরের!

পুত্রবধূকে বিয়ে করলেন প্রৌঢ় শ্বশুর। তাদের চার হাত এক হওয়ায় সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলাজুড়ে পড়ে যায় শোরগোল। প্রৌঢ় শ্বশুর কী ভাবে নিজেরই পুত্রবধূকে বিয়ে করলেন? এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ব্যক্তিরই পরিবারের একাংশ।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, প্রৌঢ় ব্যক্তির নাম কৈলাস যাদব। উত্তরপ্রদেশেরই একটা থানায় গার্ড হিসেবে তিনি কাজ করতেন বলে জানা গিয়েছে। নেটিজেনদের একাংশ এই ঘটনার সঙ্গে বাল্য বিবাহের তুলনা টেনেছেন।

যদিও ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে যোগীরাজ্যের পুলিশ। স্থানীয় সূত্রে খবর, চার সন্তানের জন্মদাতা ওই ব্যক্তি গোরক্ষপুরের ছাপিয়া উমরাও গ্রামের বাসিন্দা। বছর চারেক আগে তাঁর তৃতীয় সন্তানের মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর পর তিনি পুত্রবধূর দ্বিতীয়বার বিয়ে দিয়েছিলেন। কিন্তু তরুণীর দ্বিতীয় সংসারও সুখের হয়নি। কিছুদিনের মধ্যেই নিজের পুরোনো শ্বশুরবাড়িতে ফিরে আসেন তিনি।এলাকাবাসীদের দাবি, এর পরই পুত্রবধূকে বিয়ে করার সিদ্ধান্ত নেন কৈলাস। সেইমতো স্থানীয় একটি মন্দির নিয়ে গেলে তরুণীকে বিয়ে করেন তিনি।