ধর্না মঞ্চ থেকেই সাধারন মানুষকে ফোন মুখ্যমন্ত্রীর!

11
ধর্না মঞ্চ থেকেই সাধারন মানুষকে ফোন মুখ্যমন্ত্রীর!

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখন রেড রোডে ধরনায় বসেছেন, বাংলার মানুষের সাথে বঞ্চনার প্রতিবাদে তিনি এই ধর্না করছেন। আর এই দুদিন বাংলার মানুষ তার ফোন পাচ্ছেন। ফোন করে হ্যালো বললেই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলার আওয়াজ। আর এই গলা শুনে গ্রাম বাংলার মানুষ খুবই কুশি। ইতিমধ্যেই এই খবর গ্রামের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। একে অপরকে জিজ্ঞাসা করছে, তারা কি মুখ্যমন্ত্রীর ফোন পেয়েছে কিনা? আসলে কি ঘটেছে ঘটনাটি?

অন্নপূর্ণা পুজো ও রমজান মাসের শুভেচ্ছা জানাতেই মুখ্যমন্ত্রীর ফোন আসছে সবার কাছে। রাজ্যের প্রধানের ফোন পেয়ে দারুণ ভাবে আপ্লুত তারা। গ্রামের মধ্যে অনেকের বাড়িতে এখনও টিভি নেই, তাই তারা এই খবর আগে থেকে জানতে পারে নি। কিন্তু এই ফোন পেয়ে তারা দারুন ভাবে আনন্দিত। মার্চ মাসের শেষের অপেক্ষায় রয়েছে সরকার। কারণ তারপরেই শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। এবার নাকি আগের থেকেও বেশী বহু সামাজিক প্রকল্প থাকছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য অনেক নতুন নতুন কর্মসূচি নিয়ে আসার পরিকল্পনা করছে। তাছাড়া দুয়ারে সরকারে সবথেকে জনপ্রিয় কর্মসুচি লক্ষীভান্ডার, এখন আবার দিদির রক্ষাকবচ কর্মসূচি, দিদিকে বলো কর্মসূচী সব মিলিয়ে একাধিক কর্মসূচি। এবার ১ লা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসুচি প্রকল্প। এই সমস্ত কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে মুখ্যমন্ত্রী সবাইকে ফোন করে। যেটা সাধারণ মানুষের সাথে আগে কখনই ঘটে নি।