বাড়ি ঘেরাও করে হামলা, এই নিয়ে কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দারুন রেগে গিয়ে কড়া নিন্দা করলেন তিনি, এমনকি টুইট করেও সেই নিন্দা প্রকাশ করেছেন তিনি। এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলা করা হয়েছে, যা নিয়েই এবার মুখ খুলেছেন তিনি। হঠাৎ করে এমন ধরনের নিন্দনীয় একটি কাজ। প্রবীণ নেতা শরদ পাওয়ার তার বাড়িতে এই ধরনের কার্যকলাপ সত্যিই নিন্দনীয়।
এই বিষয় নিয়ে মুখে বলেছেন, সাথে টুইট পর্যন্ত করেছেন তিনি। “শরদ পাওয়ার একজন দেশের প্রবীণ জনপ্রতিনিধি। তার বাড়িতে হামলা নিয়ে আমি নিন্দা করছি। এই নিয়ে মহারাষ্ট্রের সরকারের বিবৃতিকে আমি স্বাগত জানাচ্ছি।
তবে এই ঘেরাও করে কে? জানা যায় মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা এই বাড়ি ঘেরাও করে। এমনকি কাঁচের জানালা পর্যন্ত ভাঙা হয়। দক্ষিণ মুম্বাইয়ের বাড়িতে এই কাজ করা হয়। যা নিয়ে রাজনৈতিক দের একাংশ নিন্দা করেছেন। অভিযোগ ওঠে ইট ছুড়ে নাকি জানালার কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়।