দিন প্রতিদিন যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে কার্যত পেট্রোপণ্য চালিত গাড়ির উপর থেকে সাধারণের আকর্ষণ চলে যাচ্ছে। এখন পেট্রোপণ্যের তুলনায় ইলেকট্রিক চালিত গাড়ির বাজারে অনেক বেশি চাহিদা রয়েছে। তবে ইলেকট্রিক চালিত গাড়িগুলি রাস্তায় নিয়ে বের হলে হঠাৎ যদি চার্জ শেষ হয়ে যায় তাহলে রাস্তাতেই চার্জ করিয়ে নেওয়া ছাড়া উপায় থাকে না।
এর জন্য দেশের বিভিন্ন প্রান্তে যেমন পেট্রোল পাম্পের বন্দোবস্ত করা হয়েছে তেমনই ইলেকট্রিক গাড়ি চার্জিং স্টেশন বসানোর ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাত্র 2 হাজার 500 টাকা খরচ করলেই বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জার ইন্সটল করতে পারবেন যে কোনও ব্যক্তি। দিল্লির পরিবহনমন্ত্রী জানিয়েছেন চার্জিং স্টেশন তৈরি করার জন্য 30000 আবেদনকারীকে 6 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।
সরকারের তরফ থেকে এই ভর্তুকি নিয়ে নিজের বাড়িতে চার্জিং স্টেশন খুলে নিতে পারেন। এতে বিকল্প ব্যবসার রাস্তা খুলে যাচ্ছে দিল্লিবাসীর জন্য। সরকারের এই পদক্ষেপ কার্যত আগামী দিনে চার্জারের দাম 70 শতাংশ কমিয়ে দেবে। আবেদনকারী ব্যক্তি সংশ্লিষ্ট ডিসকম পোর্টালে গিয়ে এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সরকারের তরফ থেকে জানানো হয়েছে দুই চাকা, তিন চাকা, এবং হালকা বৈদ্যুতিক যানবাহনের জন্য মল, অ্যাপার্টমেন্ট, হাসপাতালের আশেপাশে চার্জিং স্টেশন গড়ে তোলা হচ্ছে। নির্ধারিত চার্জ হিসেবে ইউনিট প্রতি সাড়ে চার টাকা দিতে হবে।