শিলিগুড়ি মহকুমার খাললাইনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

27
শিলিগুড়ি মহকুমার খাললাইনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের খাললাইনে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের নাম সরজ মিঞ্জ(৩৬)। সে ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে যে এদিন সকালে বাড়ির বাড়ান্দায় পরিবারের সদস্যরা ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তরীঘরী খবর দেন পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।