এবার শীঘ্রই আসতে চলেছে প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির বায়োপিক

24
এবার শীঘ্রই আসতে চলেছে প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির বায়োপিক

এমনটা প্রায়ই হতে দেখা যায় যে বড়ো বড়ো প্রোডাকশন হাউজ কোনো নামী দামী ব্যক্তিত্বকে নিয়ে বায়ো পিক ছবি বানিয়েছেন। আমরা কপিল দেবের বায়ো পিক দেখেছি, ধোনির বায়োপিক দেখেছি কিন্তু এইবার আমরা দেখতে পাবো আমাদের সকলের আরো এক প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলির বায়োপিক।

সম্প্রতি জানা গিয়েছে লাভ ফিল্মস প্রযোজনায় তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। এই নিয়ে সকলের মনেই অনেক এক্সপেক্টেশন। এমনকি খোদ সৌরভও উচ্ছসিত নিজের বায়োপিক নিয়ে।
সৌরভ গাঙ্গুলি নিজের বায়োপিক নিয়ে যা বলেছেন টা হলো, “ক্রিকেট আমার জীবন, ক্রিকেট আমাকে আত্মবিশ্বাস এবং মাথা উঁচু করে এগিয়ে চলার ক্ষমতা দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত যে লভ ফিল্মস আমার যাত্রা নিয়ে একটি বায়োপিক তৈরি করবে এবং বড় পর্দার জন্য এটিকে প্রাণবন্ত করে তুলবে।”

অন্যদিকে, সৌরভের কথার জবাবে লভ ফিল্মসের তরফে উত্তর গিয়েছে যে, “লভ ফিল্মস পরিবারে দাদাকে পাওয়া অত্যন্ত সম্মানের এক বিষয়। আপনার জীবনের একটি অংশ করার জন্য এবং আমাদেরকে সারাবিশ্বের সামনে সেই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ”।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কে হতে চলেছে এই বায়োপিকের সৌরভ?
এই নিয়ে নানা রকম জল্পনা শুরু হয়েছে। তবে কে সত্যি সত্যি দাদার চরিত্রে অভিনয় করতে চলেছেন তা এখনই বোঝা যাচ্ছে না।

কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয় সেখানে দেখানো হয়েছে বা হাতে বাটিং করা প্রাকটিস করছে রণবীর কাপুর। আর তিনিই এই ছবি করতে চলেছেন। আর এই তথ্য পুরোটাই মিথ্যে। কারণ এটা এডিট করে বসানো হয়েছে বলে জানা গেছে।
ছবিটি বিকৃত করে রণবীরকে বাম হাতে ব্যাটিং করতে দেখানো হয়েছে। এই ছবির সঙ্গে সৌরভের বায়োপিকের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরে ব্যস্ত থাকার কারণে বায়োপিকের কাজ এগোয়নি। কিন্তু এবার এর কোনো বাধা রাখতে চাইছেন না সৌরভ। নিজেই এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন। দ্রুত চিত্রনাট্য লিখে স্ক্রিপ্ট ফাইনাল করার জন্য কাজ করেছেন তিনি। যদিও কাস্টিং নিয়ে মুখ খোলেননি। অবশ্য সেই উত্তর জানার জন্য এখনো বেশ কয়েকটা মাস অপেক্ষা করতেই হবে।