বর্তমানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হয়ে মানুষ দারুন উপার্জন করছে। বিশেষ করে youtube shorts বানিয়ে তারা উপার্জন না করলেও, জনপ্রিয় হচ্ছে। ভারতের টিকটক ব্যান্ড হওয়ার পর থেকে, স্বল্প সময়ের ভিডিও বানানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না। এরপরেই ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউবে শর্টসের প্রচলন রিলসের প্রচলন শুরু হল। আর সেটার জনপ্রিয়তা এখন এতটাই বৃদ্ধি পেয়েছে যে দীর্ঘ সময়ের ভিডিওকেও ছাড়িয়ে গেছে শর্টসের জনপ্রিয়তা।
ভিডিও বানিয়ে কোটি কোটি টাকা উপার্জন করছে ক্রিয়েটারেরা। এর সাথে চ্যানেল মেম্বারশিপ, ফ্যান স্পনসরশিপের সমস্ত কিছু থেকেও হচ্ছে উপার্জন। তবে এবার ইউটিউব এর নতুন রুল রেগুলেশন বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারফলেই ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে, শর্ট ভিডিয়ো থেকে আসা রেভিনিউও ক্রিয়েটরদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। যার ফলে ক্রিয়েটাররা আরো বেশি লাভবান হতে চলেছে আগামীতে।
সম্প্রতি ইউটিউবের তরফে ঘোষণা করা হয়েছে, এ বার থেকে ইউটিউব শর্টসের মাধ্যমেও ক্রিয়েটাররা উপার্জন করতে পারবে।তবে তার জন্য অবশ্যই মানতে হবে কিছু রুলস রেগুলেশন। অ্যাডভার্টাইজিং রেভিনিউয়ের একটি অংশ ক্রিয়েটরদের সঙ্গে ভাগ করে নেবে ইউটিউব। তবে তার জন্য ইউটিউব চ্যানেলের 1,000-এর বেশি সাবস্ক্রাইবার থাকতে হবে এবং 90 দিনের মধ্যে 1 কোটি ভিউ আনতে হবে। তাহলেই তারা ওই পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।