অশরীরীর গুজবে আতঙ্কের পরিবেশ দোহমনির ট্রেন দুর্ঘটনাগ্রস্ত এলাকায়

46
অশরীরীর গুজবে আতঙ্কের পরিবেশ দোহমনির ট্রেন দুর্ঘটনাগ্রস্ত এলাকায়

সম্প্রতি জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা অনেক। ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে আতঙ্ক। তবে এরই মাঝে আবার নতুন আতঙ্ক ভর করেছে তাদের মনে। তাদের দাবি দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনের বগি থেকে নাকি অদ্ভুত ধরনের আওয়াজ আসছে। কখনো বিকট চিৎকার করে কখনো আবার গুমরে কাঁদার আওয়াজ ভেসে আসছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে।

গ্রামবাসীদের মনে অশরীরী আতঙ্ক ভর করেছে। ঘটনার খবর কানে যেতেই গ্রাম পরিদর্শনে এসেছিলেন বিডিও। সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করতে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে তাদের। লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছিল বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। সেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী।

তিনি ঘটনাস্থল ঘুরে দেখে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। গ্রামবাসীরা জানাচ্ছেন সন্ধার পর গোটা গ্রামে গা ছমছমে পরিস্থিতি তৈরি হয়। আতঙ্ক কাটানোর জন্য পূজার আয়োজন করা হয়েছিল। তবে তাতেও নাকি লাভ কিছু হয়নি। তবে কারো কারো মতে অশরীরীর ঘুরে বেড়ানোর গুজব রটিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে গ্রামে। গ্রামবাসীদের আতঙ্ক দূর করার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে প্রশাসন।

ময়নাগুড়ির বিডিও বলেছেন এলাকায় সচেতনতা প্রচার করা হয়েছে। তিনি আরো বলেন তিনি রাতেও সেখানে ছিলেন। তবে গ্রামবাসীদের দাবিমতো সেখানে কিছুই মেলেনি বলে তিনি দাবি করেন। দুর্ঘটনার পর গ্রামবাসীরা এগিয়ে এসে উদ্ধারকাজ চালিয়েছিলেন। ঘটনার বীভৎসতা তাদের মন থেকে দূর হয়নি বলেই এমন ধারণা তৈরি হচ্ছে বলে দাবি করেছেন বিডিও।