ক্যান্সার এমন একটি রোগ,যেটি সঠিক সময়ে ধরা না পড়লে বা সঠিক সময়ে ঠিকঠাক চিকিৎসা না হলে বুঝবেন মৃত্যু নিচ্ছিত।ক্যান্সার সরানোর জন্য বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হলেও এখনো পর্যন্ত ক্যান্সার এর সেরকম কোনো ওষুধ আবিষ্কার হয়নি।তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এই রোগ অনেকক্ষেত্রেই সেরে যায়।
ক্যান্সার এর কিছু উপসর্গ আছে,যেগুলি ঠিকভাবে খেয়াল করলে ক্যান্সার সম্বন্ধে সচেতন হওয়া যায়।ক্যান্সার এর সাধারণ কিছু উপসর্গ আছে ,সেই উপসর্গ গুলো কিকি হতে পারে তা নিচে আলোচনা করা হলো।
১. আপনার কাশি যদি দীর্ঘস্থায়ী হয় এবং চিকিৎসার পরেও যদি তার প্রতিকার না হয়,তবে সেটি ক্যান্সার এর লক্ষণ হতে পারে।
২. ক্ষুদা কমে যাওয়া এবং অল্পতেই ক্লান্ত বোধ করা,ক্যান্সার এর লক্ষণ হতে পারে।
৩. অস্বাভাবিক ভাবে ওজোন হ্রাস ক্যান্সার এর লক্ষণ হতে পারে।
৪. হাঁপানি বা শ্বাসকষ্ট বেশিদিন থাকলে বা খাবার গিলতে অসুবিধা ফুসফুসের ক্যান্সার ইঙ্গিত দেয়।
৫. শরীরের কোনো জায়গায় চাকা বা কোথাও ফুলে যাওয়া ক্যান্সার এর পূর্বলক্ষণ হতে পারে।
৬. আপনার যদি পেট এ বেথা হয় এবং সেটি যদি দীর্ঘস্থায়ী হওয়া টা ক্যান্সার এর লক্ষণ হতে পারে।
৭. অস্বাভাবিক ভাবে রক্তপাত হওয়া ক্যান্সার এর লক্ষণ।
৮. ত্বকের পরিবর্তন,নখের রং পাল্টে যাওয়া ক্যান্সার এর ইঙ্গিত দেয়।