এবার জলের দরে ইন্টারনেট পরিষেবা নিয়ে হাজির জিও ফাইবার। মাত্র মাসিক ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ৩০ Mbps ইন্টারনেট কানেকশন দিচ্ছে জিও ফাইবার। পাশাপাশি এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩.৩ TB ডেটা ব্যবহারের সুযোগ।
এছাড়াও জিও ফাইবারের মাসিক ৯৯৯ টাকার প্ল্যানে মিলবে ১৫০ Mbps ইন্টারনেট কানেকশন। এর পাশাপাশি ১০০০ টাকা মূল্যের ১৪টি ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। মাসিক ৪৯৯ টাকার প্ল্যানের সঙ্গেও ১২টি অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে৷