এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু

12
এবার খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু

নতুন বছর পড়তে না পড়তে বলিউড পাড়ায় একজন বিয়ের ধুম লেগে গেছে। একটার পর একটা বিয়ে হয়েই চলেছে। এর আগে বিয়ে হল আথিয়া শেট্টি এবং ক্রিকেটার কে এল রাহুলের, এরপর বিয়ে হল কি কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালত্রার।

এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাপসী পান্নু। খুব শীঘ্রই দীর্ঘদিনের প্রেমিক ব্যাডমিন্টন প্লেয়ার ম্যাথিয়াস বোয়ের সঙ্গে তিনি বিয়ে করতে চলেছেন। যদিও এই পরিকল্পনা তিনি সংবাদমাধ্যমের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন।

বলিউড বিয়ে মানেই হল জমকালো ডেস্টিনেশন ওয়েডিং। বর্তমানে বেশিরভাগ তারকাদেরই দেখা যাচ্ছে এই ধরনের বিয়ে। তবে তাপসী পান্নুর কাছে এই বিয়ের ব্যাপারটি একদমই ছিমছাম।

কোনো রকমই বাড়াবাড়ি করতে চান না। তাপসীর কথায়, নয় বছর ধরে তারা সম্পর্কের রয়েছেন, সেই কারণেই বিয়ে বিষয়ে কোন প্রতিযোগিতা নেই। বিয়ে হলে তা হবে আরম্ভ হীন।