এক আজব অসুখে আক্রান্ত হয়েছেন আমেরিকার ওহিও শহরের ৭২ বছর বয়সী এক বৃদ্ধ। তাঁর অণ্ডকোষ থেকে বেরিয়ে আসছে বাঁশির মতো শব্দ। শুধু তাই নয়, ওই শব্দ অবিরামভাবেই হয়ে চলেছে তাঁর শরীরে।
আমেরিকার ওহিও শহরের এই বৃদ্ধ নিজেও এই ঘটনায় কার্যত চমকে যান। সর্বোপরি জানা গিয়েছে যে, সারা বিশ্বে ওই বৃদ্ধই প্রথম এমন রোগে আক্রান্ত হয়েছেন। আপাতত, চিকিৎসকরা এই অদ্ভুত অসুখটিকে “হুইসলিং স্ক্রোটাম” হিসেবে অভিহিত করেছেন।
একটি প্রতিবেদন মার্কিন জার্নালে ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রকাশিত হয়েছে। ওই বৃদ্ধ প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন। আর তার সাথে সাথেই তাঁর অণ্ডকোষ থেকে বাঁশির মত অবিরাম শব্দ হচ্ছিল।
এমতাবস্থায়, বৃদ্ধের ওই শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা এক্স-রে’র মাধ্যমে জানতে পারেন যে, ওই বৃদ্ধের বুকের পাশাপাশি, শরীরে বিভিন্ন অংশে বাতাস ভরা রয়েছে। এছাড়াও, তাঁর ফুসফুসের অবস্থাও অত্যন্ত খারাপ থাকায় সেটির উপর ক্রমশ চাপ বাড়ছিল।