শিলিগুড়ি নকশালবাড়ি এলাকায় বাবার হাতে ছেলে খুন

29
শিলিগুড়ি নকশালবাড়ি এলাকায় বাবার হাতে ছেলে খুন

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ির ওর্ড বাগানের নয়া লাইনে বাবার হাতে কুড়ুলের কোপে খুন ছেলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে যে শনিবার দুপুরে খাবার খেয়ে কোনো কারণ ছাড়াই কুড়ুল দিয়ে ছেলে মিত্তল ওরাঁওকে(৪৭) এলোপাতাড়ি আঘাত করে বলো ওরাঁও(৬৫)।

এই দেখে পরিবারের সদস্যরা ক্ষতবিক্ষত মিত্তলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যায়। রাতে বাড়িতে নিয়ে আসা হয় মিত্তল ওরাঁওকে। এদিন উন্নত চিকিৎসার জন্য কলকাতার নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পরিবারের সদস্যদের। তবে রাতেই মৃত্যু মিত্তলের।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ মিত্তলের বাবা বলো ওরাঁওকে পুলিশ গ্রেফতার করে। তবে কি কারণে খুন করল তা খতিয়ে দেখছেন নকশালবাড়ি থানার পুলিশ।