ভুল আমরা কম বেশি সবাই করি। কিন্তু কিছু কিছু ভুল আছে যেগুলো মারাত্মক। যার ফলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। কেউ কেউ নিজেদের ভুল খুব সহজেই মেনে নেন। আবার কেউ নিজেদের ভুল খুব সহজে মেনে নিতে চান না। এমনও কেউ আছেন যারা নিজেদের ভুল কখনোই মেনে নিতে চান না।
বড় মানুষ হোক বা ছোট, এমন কিছু মানুষ আছে যারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। আমাদের মধ্যেই থাকে এরকম মানুষ। যেমন পরিবার, বন্ধুবান্ধব। কিন্তু কেউ মানুষরা কেন এরকম হয়? দেখুন মনোবিদরা এই বিষয় নিয়ে কি বলেন।
অনেকের মধ্যে অতিরিক্ত পরিমানে ইগো থাকে, এরফলে এরকম হয়ে থাকে। এদের মধ্যে আত্মমর্যাদা বোধ এতটা যে নিজের ভুল স্বীকার করা এদের ইগোর মধ্যে আঘাত করে। এইসব মানুষরা মনে করেন ভুল স্বীকার করে নিলে আত্মমর্যাদা ভেঙে যাবে।
মনোবিদদের মতে, এই মানুষরা দুর্বল চরিত্রের হয়। এরা নিজেদের বক্তব্যে স্থির থাকতে বাধ্য হন। নিজেরদের ভুল স্বীকার করার জন্য যে সাহস অথবা মানসিক জোর লাগে, তা এদের মধ্যে থাকেনা।