সৌরশক্তি চালিত ড্রোন আবিষ্কার করলো Garuda Aerospace সংস্থা

8
সৌরশক্তি চালিত ড্রোন আবিষ্কার করলো Garuda Aerospace সংস্থা

ভারত ইতিমধ্যেই ড্রোন তৈরির ক্ষেত্রে অনেকটা পথ এগিয়ে গিয়েছে। বিশেষ করে প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভারত ড্রোন তৈরির ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে। Garuda Aerospace এই সংস্থা তাদের ড্রোন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে, কারণ সৌরশক্তি চালিত এই ড্রোন ইতিমধ্যেই তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় মোতায়ন করা হবে বলে জানা যাচ্ছে। তাদের যে নতুন মডেল বাজারে নিয়ে আসলো যার নাম সূরজ।

গত বুধবার বেঙ্গালুরুতে Aero India 2023 ইভেন্টে ড্রোনটি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রীর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অ্যাডভাইজার ও প্রাক্তন DRDO চিফ ড. সতীশ রেড্ডি। আমরা হয়তো অনেকেই জানিনা মহেন্দ্র সিং ধনী এই সংস্থাকে একেবারে শুরু থেকেই সাপোর্ট দিয়ে আসছে।এখন তিনি সংস্হার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ইতিমধ্যেই এই ড্রোন নিয়ে সংস্হার তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি সৌরশক্তি দ্বারা চালিত ড্রোন। সূরজ একটি ISR high-altitude drone, বিশেষ করে জওয়ানদের যুদ্ধক্ষেত্রে রিয়েল টাইম ইনফরমেশন হাই কম্যান্ডের কাছে পৌঁছে দেওয়াটাই এর কাজ হবে।

এই ড্রোনটি পুরোপুরিভাবে সৌরশক্তি তারা চালিত হলেও এর মধ্যে রাখা হবে আপৎকালীন পরিস্থিতির জন্য একটি ব্যাটারি। যখন ড্রোনের মূল শক্তি কমে আসবে, তখন আপৎকালীন পরিস্থিতিতে সেই ব্যাটারি ড্রোনকে শক্তি যোগাবে। তাছাড়া এই ড্রোনের মধ্যে J আকৃতির উইংস লাগানো হয়েছে আর সেই উইংসের উপরে রয়েছে সোলার প্যানেল। এই ড্রোনের মধ্যে থাকা বিভিন্ন গ্যাজেট নিয়ে যদি কথা বলতে হয় তাহলেই প্রথমে দেখা যায় হাই রেজোলিউশন zoom ক্যামেরার পাশাপাশি থার্মাল ইমেজারি এবং 10 কেজি ক্যাপাসিটি পর্যন্ত foliage-penetrating lidar sensors । এই ড্রোনকে সবার থেকে আলাদা বানায় তার কর্মক্ষমতার জন্য, কারণ এই ড্রোন 3000 ফুট উচ্চতায় একটানা 12 ঘণ্টা পর্যন্ত ওড়ার ক্ষমতা রয়েছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী দের কর্মকাণ্ড ও তাদের নজরদারির দিকপত্রের কিছুটা হলেও সাহায্য করবে এই ড্রোন।