স্মার্টফোন ওয়ান প্লাস নর্ড ২ ফেটে গেল গ্রাহকের পকেটেই! কাঠগোড়ায় চিনা সংস্থা

14
স্মার্টফোন ওয়ান প্লাস নর্ড ২ ফেটে গেল গ্রাহকের পকেটেই! কাঠগোড়ায় চিনা সংস্থা

ফের স্মার্টফোন বিস্ফোরণের দরুন আহত হলেন ব্যবহারকারী। চিনা সংস্থার বানানো স্মার্টফোন ওয়ান প্লাস নর্ড ২ ফেটে গেল গ্রাহকের পকেটেই। গ্রাহকের অভিযোগ, ট্রাউজারের মধ্যেই আচমকা বিকট শব্দ করে ফেটে যায় ফোনটি। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই বিষয়টির সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে সংস্থা।

সুহিত শর্মা নামের ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি তুলে ধরেন। সেখানে দেখা যায় বিস্ফোরণের পর তার স্মার্টফোনটি সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এই বিস্ফোরণে তিনি আহত হয়েছেন। তার ডান পায়ের ঊরুর অনেকটা অংশের চামড়া পুড়ে গিয়েছে। ফোন কিনে এমন বেকায়দায় পড়ে তিনি ভীষণ অসন্তুষ্ট।

সোশ্যাল মিডিয়াতে তিনি ফোন এবং নিজের পায়ের ছবি তুলে সংশ্লিষ্ট সংস্থাকে ট্যাগ করে নিজের অভিযোগ জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জীবন নিয়ে এইভাবে না খেলার আর্জি জানিয়েছেন সংস্থার কাছে। সম্পূর্ণ বিষয়টির পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেছে ওয়ানপ্লাস। তারা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে যথাসম্ভব বিষয়টিকে নিরসন করার চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাসের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগেও উঠেছিল। এই দেশেরই 2 ক্রেতা এমন অভিযোগ এনেছিলেন। ফলে স্বভাবতই চিনা কোম্পানির স্মার্টফোনের কোয়ালিটি নিয়ে উঠছে প্রশ্ন।