দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিজের জীবনের স্ট্রাগল কাহিনী শেয়ার করলেন স্মার্ট দিদি নন্দিনী

23
দিদি নম্বর ওয়ানের মঞ্চে নিজের জীবনের স্ট্রাগল কাহিনী শেয়ার করলেন স্মার্ট দিদি নন্দিনী

আজকাল সকলেই ভাইরাল হতে চায়। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় কত শত ভিডিওর মেলা দেখা যায়। সে সব মানুষ দেখছে প্রতি দিন। কেউ কেউ খুব প্রশংসা পাচ্ছে কেউ আবার পাচ্ছে না। ঠিক সেরকম ভাবেই কলকাতা ডালহৌসিতে একটা পাইস হোটেল চালায় এক সুন্দরী তরুণী নাম তার মমতা গাঙ্গুলি। বাবা মা কে সাহায্য করতে সে খুব স্মার্টলি এই হোটেল চালিয়ে থাকে রোজ। তার জনপ্রিয়তা দিন দিন এতটাই বাড়ে যে তাঁকে স্মার্ট দিদি বলে অভিহিত করা হয়ে থাকে। অনেকে তাঁকে নন্দিনী দিদি বলেও জানে।

আজও ডালহৌসির ওই পাইস হোটেলে যারাই যান দেখা হয় নন্দিনী দিদির সাথে। যে একটা জিন্স, ফুল হাতা টি-শার্ট আর গলায় ঝুলছে ব্লুটূথ হেডফোন- নন্দিনী খাবার পরিবেশন করে চলেছে। ভাইরালও হয়েছিলেন এই বেশেই। নেটিজেনদের বক্তব্য, এত সুন্দরী, মডার্ন মেয়েকে এর আগে কখনও পাইস হোটেল চালাতে দেখেননি তাঁরা! ‘ভাতের সঙ্গে ক্রাশ ফ্রি’- এই ট্যাগলাইন সহযোগে অনেকেই ‘স্মার্ট দিদি’র ভিডিও-ও বানিয়েছেন। তাঁর আবার চাঁচা ছোলা মন্তব্যের অনেকেই ফ্যান হয়ে গিয়েছে। কারণ স্মার্ট দিদি নিজের বিষয়ে একেবারে পরিষ্কার মানুষ। তাঁর দোকান যাতে ঠিক থাক চলে সে দিকেও নজর আছে তাঁর। তার সাথে তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কেউ যেনো সুবিধে না করতে পারে সে দিকেও বেশ শক্ত তিনি।

সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে একদিন এসেছিলেন নন্দিনী। সেখানে এসে সে তার জীবনে কত স্ট্রাগল করেছে সব কথাই শেয়ার করেন। এটাও বলেন নন্দিনী কিন্তু একেবারেই সিঙ্গেল নয়। তিনি পুরোটাই মিঙ্গেল। তাঁর বয়ফ্রেডের নাম ধাম নিয়ে না বললেও তিনি জানান নন্দিনী জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড নাকি প্রচণ্ড ‘পজেসিভ’ প্রকৃতির মানুষ। সম্প্রতি একটি টক শোয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই ‘স্মার্ট দিদি’ বলেন, তাঁর গায়ে কেউ হাত দিলে একেবারেই ভালোলাগে না প্রেমিকের। সামনের মানুষটা তাঁকে ‘দিদি’, ‘বোন’ যাই বোল বলুক না কেন, প্রেমিকার গায়ে অন্য কারোর হাত দেওয়াটা মোটেই পছন্দ নয় তাঁর প্রেমিকের।
তার প্রেমিকের দাবি, “তাঁর জিনিস অন্যরা কেনো দেখবে”। এর থেকে বেশী না বললেও তাঁরা খুব তাড়াতড়ি বিয়ে করতে চলেছেন সে হিন্টস দিয়েছেন।