শিলিগুড়ি মহকুমার রানিডাঙ্গাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান! ব্যাপক চাঞ্চল্য

16
শিলিগুড়ি মহকুমার রানিডাঙ্গাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান! ব্যাপক চাঞ্চল্য

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত রানিডাঙ্গা এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সাতটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

জানা গিয়েছে যে শুক্রবার গভীর রাতে আগুন দোকানগুলোতে। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এবং তরীঘরী খবর দেন দমকলকে। আগুন দেখে তৎক্ষণাৎ রানিডাঙ্গা এসএসবি হেডকোয়ার্টার এর কর্মীরা জলের ট্যাঙ্ক নিয়ে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

এরপর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মহূতের মধ্যে আগুন গ্রাস করে দোকানগুলোকে। এরপর দমকলকর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।