কালীপুজোর সময়টায় ঘরে শ্যামা পোকার বাড়বাড়ন্ত বাড়৷ যদিও বিশেষ ক্ষয় ক্ষতি করে না কিন্তু ঝাঁকে ঝাঁকে এসে টিউবলাইট এবং ছোট আলোর চারপাশে যে ভাবে ঘোরাফেরা করে তাতে অস্বস্তি হয়৷
তাই এঁদের বাড়ি থেকে দূর করতে এই উপায়গুলি অবলম্বন করুন-
1. ইউক্যালিপ্টাস ও লেমন এসেনশিয়াল তেল– ইউক্যালিপ্টাস গাছের তেল সাধারণত খুব ঝাঁঝাল হয় তাই এক চামচ ইউক্যালিপ্টাস তেল ও আধ চামচ লেমন এসেনশিয়াল মিশে স্প্রে তৈরি করে ঘরের চারদিকে ছড়িয়ে রাখুন এতে শ্যামা পোকা ঘরে ঢুকতে সাহস পাবে না৷
2. টি ট্রি অয়েল– টি ট্রি অয়েল সাধারণত পোকা মাকর দের মারতে ওস্তাদ বিশেষ করে শ্যামা পোকা ও ছাড় পোকাদের৷ তাই রাত্রিবেলা এক কাপ জলের সঙ্গে দু চামচ টি ট্রি তেল বিশেষ স্প্রে করে দিন ঘরের কোণে আর উপকার দেখুন৷
3. ল্যাভেন্ডার তেল– এক কাপ জলে দু চামচ ল্যাভেন্ডার তেল মিশিয়ে আলোর চারপাশে স্প্রে করে দিন৷ খুব সহজে শ্যামা পোকারা দূরে যাবে৷