বৃহস্পতিবার এই কাজ গুলি করলে আর্থিক এবং পারিবারিক সমস্যা হতে পারে

13
বৃহস্পতিবার এই কাজ গুলি করলে আর্থিক এবং পারিবারিক সমস্যা হতে পারে

হিন্দুদের প্রতিটি গৃহেই মা লক্ষ্মীর অবস্থান। তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতেই প্রতিটি হিন্দু ঘরের গৃহিণীরা ভক্তিভরে মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন। বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর বার বলে কথিত আছে, সংসারে লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে তাই এ দিন অনেক বাড়িতেই পূজা অর্চনার পাশাপাশি খাওয়াদাওয়ার ক্ষেত্রেও বিশেষ রীতি পালন করা হয়।

তবে এগুলি ছাড়াও হিন্দু শাস্ত্রে বৃহস্পতিবার বেশ কিছু কাজ করা উচিত নয় বলে বর্ণনা করা আছে, যে গুলি করলে আর্থিকভাবে এবং পারিবারিক সমস্যা হতে পারে। তাই এক নজরে জেনে নেওয়া যাক বৃহস্পতিবার কোন কাজ করা উচিত নয়-

1. প্রতি বৃহস্পতিবার কখনোই চুল দাঁড়ি বা নখ কাটা উচিত নয়। এতে লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন শুধু তাই নয় সন্তানের মঙ্গল কামনার জন্য কখনওই মায়েদের এ দিন নখ বা চুল কাটতে নেই।

2. প্রতি বৃহস্পতিবার কখনোই আমিষ খাবার খাওয়া উচিত নয় একই সঙ্গে মদ্যপান থেকেও বিরত থাকতে হবে তা না হলে চরম অর্থ সংকটে পড়তে পারেন।

3. বৃহস্পতিবার মাথায় কখনও শ্যাম্পু বা সাবান দেবেন না। বিবাহিত মহিলার ক্ষেত্রে এর প্রভাব পড়ে স্বামী ও সন্তানের ওপর।

4. এই দিনে টাকা ধার দেওয়া নেওয়া করবেন না।