সম্প্রতি চলছে পাঠান ঝড়। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান এক অন্যতম সেরা ছবি হতে চলেছে। এর আগে আমরা যেখানে শাহরুখ খানকে আবার আমরা অ্যাকশন হিরোর অবতারে দেখতে পেয়েছি। শাহরুখের অভিনয়ের পাশাপাশি তাঁর চোখের ইশারাই অর্ধেক কিছু বুঝিয়ে দিয়েছে আর শাহরুখ ভক্তদের জন্য এটুকুই ছিল যথেষ্ট।
বর্তমানে পাঠান ছবির গান ভাইরাল হয়েছে এই গানগুলির মিমও তৈরি হচ্ছে। তেমনি একটি নিদর্শন পাওয়া গেছে ইন্সটাগ্রাম প্রোফাইলে, যেখানে বিশাল শেখার অরিজিৎ সিং এবং সুকৃতি কুমারের ঝুমে জো পাঠান এই গানটিকে নিয়ে বাংলা গানের মিম তৈরি হয়েছে এবং ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে যদি পাঠান কোন বাংলা সিনেমা হতো তাহলে সেটি কেমন হতো এবং তার গানগুলি ও কেমন হতো তারই এক ঝলক তৈরি করেছে সোশ্যাল মিডিয়া।
যেখানে আমরা “ঝুমে জো পাঠান” গানের পরিবর্তে শুনতে পাচ্ছি ” একে একে দুই চোখ দুটো ওই; যেন মনে হয় সাগর অথৈ” এবং এই গানে নিজেদের কোমর দোলাচ্ছেন দীপিকা পাডুকোন থেকে শুরু করে শাহরুখ খান এবং তাদের সহ অভিনেতা এবং অভিনেত্রীরাও। মূলত এটি রাজকুমার বিশ্বাস নামে এক ইন্সটাগ্রাম প্রোফাইলে ভাইরাল হয়েছে। আপাতত যেখানে পাঠান ঝড় নিয়ে সকলেই ব্যস্ত কিভাবে শাহরুখ খানের এহেন মিম তাঁর ভক্তরা মেনে নেবেন তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন চিহ্ন।