মানুষের হাড়গোড়ে ভরা রহস্যময় হ্রদের তত্ব ফাঁস করলেন বিজ্ঞানীরা

32
মানুষের হাড়গোড়ে ভরা রহস্যময় হ্রদের তত্ব ফাঁস করলেন বিজ্ঞানীরা

হিমালয়ের কোলে উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত রূপকুন্ড। এটি ‘Mystery Lake’ বা রহস্য হ্রদ’ নামেও পরিচিত। সমুদ্রতল থেকে ৫০০ মিটার উপরে অবস্থিত এই হ্রদে নাকি মানুষের হাড়গোড় চোখে পড়ে এমনই জনশ্রুতি রয়েছে। ট্রেকিং পছন্দকারী বহু লোক ট্রেকিং করতে গিয়ে পরিস্কার টলটলে জলের গভীরে হাড়গোড় ভেসে থাকতে দেখেছে।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে এলো এই হাড়গোড়? কারই বা এসব হাড়গোড়? আন্তর্জাতিক গবেষকদের একটি বিশেষ দল এ বিষয়ে জানিয়েছে সপ্তদশ শতকে ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তের দেশ থেকে দল ভারতবর্ষে প্রবেশ করে বসবাসযোগ্য স্থান গড়ে তুলেছিল। তাদের মতানুযায়ী সেই সময় জাপান থেকে বহু সেনা ভারতবর্ষে প্রবেশ করেছিল এই হারগুলো সেই সেনাদের।

অন্য একটি দলের মতে হাড়গুলো হল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিবর্গের। হায়দরাবাদের সেন্টার ফর সেলুসার অ্যান্ড মলিকিউলার বায়োলজির তরফে কুমারস্বামী থঙ্গরাজ সম্প্রীতি গবেষণার মাধ্যমে জানিয়েছে এই হাড়গুলো দুটি আলাদা মানবজাতির। এদের মধ্যে একটি দল অষ্টম শতকের রূপকুণ্ড এসেছিল অন্য দলটি এসেছিল সপ্তদশ শতকে।

তবে এই পৃথক মানবজাতির তত্ত্বটি নিয়ে মতভেদ অস্পষ্টতা রয়ে গেছে। এর আগেও ইনস্টিটিউট অফ প্যালেওসায়েন্সেস-এর (বিএসআইপি) লখনউয়ের বীরবল সাহানি দীর্ঘ পাঁচ বছর ধরে গবেষণা চালিয়ে গেছে। সপ্তদশ ও অষ্টম শতকে দু’ধরনের মানবজাতির আগমনের হলে দু’ধরনের হাড়গোড় মিলেছে এমনটাই মনে করেন সিনিয়র বিজ্ঞানী নীরব রাই।