কলকাতায় আকাশে বিক্ষিপ্ত বৃষ্টি। ক’দিন ধরে কলকাতার আকাশের চেহারাটা এমনই। বৃহস্পতিবার সকালেও এই ছবির বদল ঘটেনি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ওড়িশা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় তা নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।