শনি গ্রহের স্থান পরিবর্তনে এই রাশির জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতি

16
শনি গ্রহের স্থান পরিবর্তনে এই রাশির জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতি

বর্তমানে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। শনিকে কর্মফল দাতা এবং ন্যাইদণ্ডাধিকারী বলা হয়। ভালো মন্দের বিচার করে এবং সেই বিচারের মাধ্যমে মানুষজনকে ফলাফল দান করে। জ্যোতিষ শাস্ত্রের গণনা অনুযায়ী ১৮ই মার্চ থেকে নিজের রাশিতে শনি আরো শক্তিশালী হবে যার ফলে কিছু রাশির জীবনে এর প্রভাব পড়বে, তবে এই স্বভাব কোন কোন রাশির ক্ষেত্রে বেশ ভালোভাবে ধন লাভ এবং উন্নতির যোগ রয়েছে কয়েকটি রাশির জাতকদের জীবনে।

কুম্ভ রাশিতে বিচরণ করার ফলে বৃষ রাশির জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতি। এই সময় ফোনে এই রাশির জাতকদের কোষ্ঠীতে শশ এবং কেন্দ্র এিকোন রাজযোগ তৈরি হবে যার ফলে এই রাশির জাতকেরা এই সময় বাবার সহযোগিতা এবং স্নেহ লাভ করবেন এবং আয়ের দিক থেকেও অনেক উন্নতি হবে। সামাজিক প্রতিষ্ঠান লাভ করবে। এই রাশির যে সমস্ত জাতকরা ব্যবসায়ী, তাদের আরো বেশি অর্থ অর্জন করতে পারবেন, এই সময় বিদেশ যাত্রা যোগ রয়েছে।

এরপরে রয়েছে তুলা রাশি। এই সময়ে তুলা রাশির পরিস্থিতি অত্যন্ত লাভজনক। এই সময়টা অত্যন্ত উত্তম এই রাশির জাতকদের জন্য। বিচারপতি, গবেষক, আধ্যাত্মিকতা, চিকিৎসক, বৈজ্ঞানিকদের জন্য এই সময়টা খুবই ভালো। এই সময়টা এই রাশির জাতকেরা যদি সন্তান লাভের ইচ্ছুক রেখে থাকেন তাহলে সেই সময় এসে গেছে।

এরপরে রয়েছে মকর রাশি। শনি কুম্ভ রাশিতে বিচরণ করার ফলে এই সময় মকর রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। এই সময়ে এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি আরো ভালো হবে, পাশাপাশি অনেক সহযোগিতা ও পাবেন। এই সময় আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক অবসাদ থেকে বের হওয়ার সুযোগ রয়েছে। পেট্রোলিয়াম, তেল, লোহা পদার্থের ব্যবসা সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের এই সময় ধনলাভের যোগ রয়েছে।

এরপরে রয়েছে কুম্ভ রাশি। এই রাশিতেই বিরাজ করছে শনি, সেই জন্য এই সময়ে এই রাশির জাতকদের মান সম্মান অত্যন্ত বাড়বে। বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। এই সময় যদি রাশির জাতকেরা শনির পছন্দের দ্রব্য সংক্রান্ত ব্যবসা করে থাকেন তাহলে তারা খুব লাভবান হবেন। অবিবাহিত জাতকদের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে পারে।