নকশালবাড়ির মনিরাম সুস্বাস্থ্য কেন্দ্রে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধ হল

14
নকশালবাড়ির মনিরাম সুস্বাস্থ্য কেন্দ্রে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধ হল

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের মনিরাম সুস্বাস্থ্য কেন্দ্রে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিনের উদ্বোধন হল।

এদিন উদ্বোধন করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান গৌতম ঘোষ। প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রঞ্জন চিক বরাইক সহ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য সইলেন রায় ও মনিরাম গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

এই বিষয়ে মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান গৌতম ঘোষ বলেন ৯৩ হাজার টাকা ব্যয়ে এই মেশিনের সাহায্যে স্বল্পমূল্যে স্যানিটারী ন্যাপকিন পাবে।