অনেক দিন পর আবারও রুপোলি পর্দায় ফিরে আসছেন সব্যসাচি চৌধুরী

37
অনেক দিন পর আবারও রুপোলি পর্দায় ফিরে আসছেন সব্যসাচি চৌধুরী

আমাদের জীবনে কোনো কিছুরই বেশিদিনের স্থায়িত্ব নেই। যা কিছু আজ আছে কাল সেটা না থাকতেও পারে। তবুও যা কিছু কে আমরা নিজের একান্ত আপন ভাবি সেগুলোকে বা সেই মানুষ গুলোকে ছেড়ে থাকতে আমাদের কষ্ট হয়।

আমরা অল্প বিস্তর সকলেই জানি সব্যসাচি চৌধুরীর কথা। তার আর তার প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার প্রেম কাহিনী। কিভাবে দু দুবার কান্সারে আক্রান্ত হয়েও নিজের ও কাছের মানুষের মনের জোড়ে ফিরে এসেছিল সে। কিন্তু ওই যে বলে না যে যাওয়ার সে যাবেই। অদৃষ্টে ওদের পথ চলা বেশি দূর না থাকায় থামতে হলো ওদের। আজ ঐন্দ্রিলা আর নেই তার প্রিয় সব্যর কাছে। অনেক দূরে চলে গেছে সে। কিন্তু ভালবাসা কখনো থেমে যায়না

ঐন্দ্রিলার স্মৃতি গুলোকে আগলে রেখে নতুন করে সবটা শুরু করেছে সব্যসাচী। বেশ অনেক গুলো মাস পর তাঁর নতুন ধারাবাহিক রামপ্রসাদের মাধ্যমে ফিরে এসেছেন তিনি আবার রুপোলি পর্দায়।
সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো শ্যুটের অভিজ্ঞতা শেয়ার করলেন খোদ অভিনেতা সব্যসাচী। তিনি বললেন, ‘খুব শীঘ্রই রামপ্রসাদ হয়ে আমি পর্দায় আসছি। রামপ্রসাদের কথা অল্প বিস্তর সকলেই জানেন। ১৭১৮ সালে কুমারহট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন সাধক রামপ্রসাদ সেন। তাঁর জীবনের গোটা যাত্রাপথই তুলে ধরা হবে এই ধারাবাহিকে। কেমন ছিলেন রামপ্রসাদ সেন’।

তিনি এই ধারাবাহিক নিয়ে আরো অনেক গুলি কথা বলেন। তিনি বলেন, রামপ্রসাদ একদিকে যেমন সাধক ছিলেন, তেমনই তিনি ছিলেন সংসারীও। স্ত্রী, পুত্র নিয়ে ভরা সংসার ছিল তার। একথা কমবেশি সকলেই জানেন রামপ্রসাদের গানের মধ্যে দিয়ে কীভাবে মা কালীকে উপলব্ধি করা যায়। প্রায় প্রতিটা গানেই মা কালীকে খোঁজার চেষ্টা করেছেন তিনি।
তিনিও তার সবটা দিয়েই এই চরিত্রটি করার চেষ্টা করবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এই ধারাবাহিকে তার স্ত্রীর অর্থাৎ রামপ্রসাদের স্ত্রীর সর্বানির ভূমিকায় অভিনয় করছেন, ‘সৌদামিনীর সংসার’ খ্যাত সুস্মিলি আচার্য।
সব্যসাচী এও জানিয়েছেন এই ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তার মনে হয়েছে, যেহেতু এই গল্প ১৭০০ সালের মাঝের দিকে তাই এই  ‘ডিসেম্বরের ঠান্ডায় মাঝরাতে শ্যুটিং করতে করতে মনে হয়েছে যে আমি কোথাও দাঁড়িয়ে কয়েকশো বছর পিছিয়ে গেছি’। বিয়ের নিয়ম রীতি বিয়ের মণ্ডপ থেকে শুরু করে বিয়ের প্রপস সবই নাকি পুরনো দিনের। সবশেষে এদিন সবাইকে সিরিয়ালটি দেখার জন্য অনুরোধ করেছেন সব্যসাচী।