শ্রাবন্তীকে খোরপোশ দিতে রাজি নয় রোশন!

16
শ্রাবন্তীকে খোরপোশ দিতে রাজি নয় রোশন!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন হাজারো মানুষ। কিন্তু এই অভিনেত্রী তাঁর অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট চর্চিত। সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট কাটাছেঁড়া হয় তার এই সম্পর্ক গুলো নিয়ে। তাঁর এই তিন তিনবার বিয়ে, তিনবারই ডিভোর্স, তার উপর আবার নতুন করে প্রেম, শ্রাবন্তীর জীবন নিয়ে চর্চার বিষয়ের অন্ত নেই কোনও।

তার তৃতীয় স্বামী রওশনের সাথে তার সম্পর্ক বর্তমানে একটা আইনি লড়াইয়ে গিয়ে ঠেকেছে। তাঁদের বিবাহ বিচ্ছেদের দরুন শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি একটা বিরাট অঙ্কের খোরপোশ দাবি করেছেন। যেটা দিতে গিয়ে তাঁর স্বামীকে ভালো টাকা প্রতি মাসেই খসাতে হবে যা তিনি রাজি নন।

এই অভিনেত্রী তাঁর কেরিয়ারে যথেষ্ট সফল কিছু দিন আগে আবার সদ্য ডান্স বাংলা ডান্সের বিচারক হয়েছেন তিনি। বছরে তার রোজগারও কিছু কম নয়। তার পরেও তার এই দাবি মেনে নিচ্ছেন না তার স্বামীর আইনজীবী।
শ্রাবন্তী এবং রোশনের বিয়েটা হয়েছিল ২০১৯ সালে। তারপর থেকেই টলিউডের জনপ্রিয় জুটি হয়েছিলেন তারা। কিন্তু আচমকাই তাল কাটলো সম্পর্কের। বিয়ের এক বছরের মধ্যেই হঠাৎ করে রোশনের থেকে আলাদা থাকতে শুরু করেন শ্রাবন্তী। এরপর শুরু হয় বিবাহ বিচ্ছেদের দীর্ঘ মামলা। মামলাটি প্রায় তিন বছরের কাছাকাছি চলছে। যার সমাধান এখনও হয়নি।

শ্রাবন্তী ডিভোর্স চাইলেও রোশন অবশ্য প্রথম থেকেই জানিয়ে এসেছেন তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চান। কিন্তু শ্রাবন্তী চান না। তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন কিছুতেই রোশনের সঙ্গে সংসার করতে আগ্রহী নন শ্রাবন্তী। তাই মোটা টাকার খোরপোশ নিয়ে বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি করতে চান তিনি। শ্রাবন্তী প্রায় ৭ লক্ষ টাকা খোরপোশ দাবি করেছেন বলে জানা গেছে। যা রোশনের তরফ থেকে দেবেন না জানিয়ে দিয়েছেন।

এখানেই শেষ নয়, রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীনই শ্রাবন্তী আবারও প্রেমে পড়েন। অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে কিছুদিনের প্রেমের পর এখন শোনা যাচ্ছে নাকি নিজের ফিটনেস ট্রেনারের প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছেন।