করোনা আবহাওয়াতে মায়ের আগমনের উৎসব বড়ো করে না পালন করা হলেও, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিসেবে মায়ের আরাধনায় কোনরকম ত্রুটি রাখা হয়নি। এইরকম পরিস্থিতিতেও সকলেই চেষ্টা করেছে কিভাবে মায়ের আরাধনা করা যায়, মায়ের আরাধনার সঙ্গে সকলের মনের প্রার্থনা, হয়তো আবার পৃথিবীতে নিজের ছন্দে ফিরে আসবে খুব শীঘ্রই।
করোনা পরিস্থিতির জন্য মন খুলে অনেকে বাইরে বেড়িয়ে আনন্দ করতে না পারলেও পুজোর দিন গুলোতে যে যার মত করে আনন্দ করতে পিছপা হয়নি।
দেখতে দেখতে পূজার দিনগুলো শেষ হয়ে এল এবং বিজয়া দশমীতে দেখা গেল মায়ের বিদায়ে চারিদিকে করুনার সুর।
মায়ের আরাধনা শেষ হয় সিন্দুর খেলার সঙ্গে, এটাকে অনেকেই কোনমতে মিস করতে চায়না।
এইরকমই এবারের পুজোয় প্রত্যেকে মজা ততটা করতে পারেনি কারণ মজার সঙ্গে অনেকাংশেই ভয় লুকিয়ে ছিল তাই ভয় থাকলে কখনোই মন ভরে কোথাও আনন্দ করা যায় না।
তবে এই রকম পরিস্থিতিতে ও দশমীতে সিঁদুর খেলাকে কিছুতেই বিদায় দিতে পারলেনা ঋতুপর্ণা সেনগুপ্ত।
সিঙ্গাপুরে বসেই পুজো কাটিয়ে দিলেন তার বান্ধবীদের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত। পুজোর কটা দিন চুটিয়ে বান্ধবীদের নিয়ে তিনি মজা করলেন।
এবং অবশেষে দশমীর দিনে তার বান্ধবীদের সঙ্গে চুটিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলেন ঋতুপর্ণা। পরনে ছিল তার সাদা শাড়ি লাল পার, সিঁথি ভর্তি সিঁদুর।
বান্ধবীদের সাথে চুটিয়ে সিঁদুর খেলতে মেতে ওঠা দেখার পর, দেখা গেল তাদের দুপুরের ভোজের আয়োজন, যা ছিল অসামান্য।