পাচারের আগে ৩০০ টি শুয়োর উদ্ধার, গ্রেফতার ৪

23
পাচারের আগে ৩০০ টি শুয়োর উদ্ধার, গ্রেফতার ৪

গরুর পর এইবার শুয়োর পাচার। শুক্রবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জ চেকপোস্ট ও সদরগছ এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এবং মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে একটি ছয় চাকার ট্রাক ও সদরগছ থেকে একটি ১৮ চাকা কন্টেনারে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রচুর শুয়োর।

এই ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের সেন্থলিরাজা(৪০) হাজামাইদেন কে(৫৮) তাপস রায়(৩২) সম্ভু দাস(৪২)। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ছয় চাকা ট্রাক থেকে ৬০টি শুয়োর এবং আঠেরো চাকা কন্টেনার থেকে ২৪০টি মোট ৩০০টি শুয়োর উদ্ধার হয়েছে।

এবং উদ্ধার হওয়া শুয়োর ঝাড়খণ্ড ও বেঙ্গোলোর থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার ধৃত চারজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ।