একটা সময়ের খুবই জনপ্রিয় বলিউডের অভিনেত্রী, মিষ্টি তার হাসি, সাথে গালের মধ্যে টোল, চোখের চাউনিতে সবাই পাগল হয়ে যায়। তিনি যখন বলিউডে আসেন একেবারে হইচই পরে যায় বলিউডে। একের পর এক হিট তার ছবি। তার নিষ্পাপ মুখ দারুণ ভালো লেগেছে দর্শকদের। আর সেই মেয়েটি আর কেউ না নেপালী কন্যা মণীশা কৈরালা। কিন্তু ২০০২ এর পর থেকেই অসব কেমন যেন উলটে গেল। এবার তিনি সেই বিষয় নিয়েই মুখ খুললেন ২১ বছর পর। তার দক্ষিণের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার জন্য তিনি দোষ দিয়েছেন রজনীকান্তের বাবাকে। বাবা আসলে রজনীকান্তের একটি ছবির নাম। আর সেই ছবিতে রাজনীকান্ত ও মণিশা মুখ্য ভূমিকায় অভিনয় করে। বড় বাজেটের একটি ছবি, ২০০২ সালে রিলিজ হয়।
কিন্তু ছবির বিষয়বস্তু ছিল অতিপ্রাকৃতিক। ছবি রিলিজ হওয়ার পরেই দেখা গেল ছবি একেবারে ডাহা ফ্লপ। আর সে তখনই ভেবেছিল যে, হয়ত তার দক্ষিণের সিনেমার কেরিয়ার শেষ হয়ে যাবে। ছবি ফ্লপ করল আর তাই হল। তিনি আরও বলেন, এই ছবি করার আগে আরও দক্ষিণের ছবির অফার তিনি পাচ্ছিলেন। বলিউডের মতো সাম্রাজ্য বিস্তার করার এটাই সুযোগ সে ভেবেছিল। কিন্তু বাস্তবে পুরোটাই আলাদা হল। গত বছর সেই ছবি আবার মুক্তি পায়, রজনীকান্তের জন্মদিন উপলক্ষ্যে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই ছবি সেই সময় হিট না হলেও, এতবছর পর রিলিজ হয়ে হিটের তকমা ছিনিয়ে নেয়। যা দেখে অবাক মণিশা। তখন তিনি বলেন, আসলে এটাই প্রমাণ যে রজনী স্যার কখনই কোনো ছবি ফ্লপ দিতেই পারে না।।