আবার লাইম লাইটে রাজ কুন্দ্রা

9
আবার লাইম লাইটে রাজ কুন্দ্রা

রাজ কুন্দ্রা শিল্পা শেট্টির হাজবেন্ড , যে কিনা গত বছর এক দারুণ অশ্লীল কান্ডে জড়িয়ে পরেছিল যা একেবারে লাইম লাইটে এনে দিয়েছিল তাকে। কিন্তু তার পরিবার তার সাথে রয়েছে। সে যে নির্দোষ সে ও তার পরিবার দারুণ ভাবে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসের জোড়েই এখন সে লোকসম্মুখে আসে। নয়ত সে একেবারে নিজেকে ঘরবন্দি করেই রেখেছিল। সম্প্রতি তিনি এমন একটি কান্ড করলেন শ্যালিকার জন্মদিনের পার্টিতে যেটা তাকে আবার লাইম লাইটে ফিরিয়ে নিয়ে আসল।

পর্ণোগ্রাফি কান্ডে জড়িয়ে যাওয়ার পর থেকেই তিনি বাইরে বের হলে অদ্ভুতুড়ে সব মুখোশ পরে বাইরে আসতেন। মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে নাকি এটি তার প্রকাশ্যে জেহাদ। তার শ্যালিকার ৪৪ তম জন্মদিন ছিল আর সেখানেই সবাই উপস্থিত ছিল। আর তাদের উপস্থিতির কারণেই সেখানে হাজির হয় পাপারাতজিরাও। আর তাদের দেখা মাত্রই মাস্ক পরিধান করেন আবার তিনি। কেবলমাত্র পাপারাতজিদের সামনেই তার এই মাস্ক পরিধান, গেট দিয়ে ভেতরে ঢুকেই সে খুলে ফেলেন মাস্ক।

রাজ কুন্দ্রার নামে অভিযোগ ওঠে তিনি পর্ন কান্ডের সাথে যুক্ত, এমনকি তিনি মহিলাদের জোড় করেই এই সব কাজ করিয়ে নেয়। সম্পূর্ণ অশ্লীল কারবারের মাথায় নাকি ছিল রাজ। জানা যায় সাবস্ক্রিপশনের পরে হটশটসে দেখা যেত এই ভিডিও গুলো। এমনকি নিউফ্লিক্স, এস্কেপনাও এই সমস্ত অ্যাপেও এই অশ্লীল ভিডিও দেখা যেত, যেটা ইতিমধ্যেই প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।