পর্ন কান্ডে গত জুলাই মাসে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্রিটিশ-ভারতীয় শিল্পপতি রাজ কুন্দ্রা। টানা দুই মাস জেলবন্দী থাকার পর অবশেষে মুক্তি পান পর্ন কান্ডের মূল অভিযুক্ত রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছিল একের পর এক বলিউডের উঠতি মডেল-অভিনেত্রীরা। এই বিষয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।
ভারতে আইনগতভাবে নিষিদ্ধ রয়েছে পর্ন ছবি তৈরি করা। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই পর্ন ছবি তৈরি করে এসেছেন রাজ কুন্দ্রার গোটা টিম। শুধু তাই নয়, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে। টানা দুই মাস জেলে কাটান তিনি। কিছু দিন আগে তিনি জামিন পেয়েছেন। এই কারণে রাজ কুন্দ্রা এবং শিল্পা শেট্টির পরিবারকেও চরম হেনস্থার মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় উঠেছে তাদের নিয়ে নানারকম কুমন্তব্যের।
গত ২১শে সেপ্টেম্বর রাজ যখন জামিনে জেল থেকে মুক্তি পেলেন তখন তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায় তার শরীর ভেঙে গিয়েছে। তিনি রীতিমতো মানসিক অবসাদে ভুগছেন। চোখ-মুখে কালি পড়ে গিয়েছে। শরীর ক্ষীণ হয়ে গিয়েছে। ওজন কমে গিয়েছে। তারপর থেকে তিনি আর জনসমক্ষে নিজের মুখ দেখাননি।
রাজ্যের গ্রেফতারের পর বহুদিন শিল্পা নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। নেটিজেনদের কাছ থেকে শুনতে হয়েছিল নানা কটাক্ষ এবং কুরুচিকর মন্তব্য। কিন্তু সেই সব কাটিয়ে উঠে তিনি আবার ঘুরে দাড়িয়েছেন। কাজের জগতে ফিরেছেন। এখন রাজ-পত্নী শিল্পা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ। করবা চৌথ উপলক্ষ্যে নিজের ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন শিল্পা। কিন্তু সেই ছবিতে রাজের দেখা পাওয়া যায়নি। করবা চৌথ উপলক্ষ্যে সপরিবারে শিল্পা গিয়েছিলেন আলিবাগের ফার্ম হাউসে এবং সেখানেই স্বামীর মঙ্গল কামনায় এই উৎসব পালন করেন তিনি।
এতেও নেটিজেনরা থেমে থাকেনি। শিল্পাকে কটাক্ষের বাণে বিদ্ধ করেছেন। কিন্তু এতকিছুর পরেও স্বামীর মঙ্গল কামনা করতে দেখে অনেকেই শিল্পার প্রশংসাও করেছেন। পর্ন কান্ডের আগে পর্যন্ত রাজ এবং শিল্পা প্রায়শই একসাথে ইনস্টাগ্রামে রিল ভিডিও শেয়ার করতেন। তবে পর্ন বিতর্কের পর থেকে আজ পর্যন্ত তাদের আর একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি। বারবার অপমানিত হতে হতে শেষমেষ রাজ কুন্দ্রা ইনস্টাগ্রাম এবং ট্যুইটার থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেললেন। নেটিজেনরা এখনও সোশ্যাল মিডিয়ায় রাজের সমালোচনায় মুখর রয়েছেন।
Raj Kundra & Shilpa Shetty threatened me with underworld&now sent me defamation notice but I'll not get scared. I request police to record my statement so that cognizance can be taken of my complaint. I've sent reply notice asking for Rs75 cr for mental harassment: Sherlyn Chopra pic.twitter.com/cn8eFPcjtW
— ANI (@ANI) October 27, 2021