ভারত জোড়ো যাত্রার ৩৫০০ পথ শেষে দেশবাসীকে চিঠি লিখলেন রাহুল!

9
ভারত জোড়ো যাত্রার ৩৫০০ পথ শেষে দেশবাসীকে চিঠি লিখলেন রাহুল!

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার ৩৫০০ কিমি পথ শেষ করলেন। আর সেই অনুষ্ঠান উপলক্ষ্যে দেশবাসীকে চিঠি লিখলেন তিনি। সেই চিঠিতে রাহুল গান্ধী জানিয়েছেন, পার্লামেন্ট থেকে রাস্তা পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। এই ভারত জোড়ো যাত্রা তাকে শিখিয়েছে তাঁকে দুর্বলতর শ্রেণির জন্য ঢাল হিসাবে থাকতে হবে। তিনি বলেন, আমার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের একটাই লক্ষ্য হবে গরিবদের জন্য আমি ঢাল হিসাবে থাকব।

যাদের গলার স্বরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তাদের জন্য তিনি আওয়াজ তুলবেন বলে জানিয়েছেন রাহুল।

রাহুল গান্ধী লিখেছেন, ভারতবাসী, ৩৫০০ কিমি পথ পেরিয়ে ভারত জোড়ো যাত্রা শেষ করার পরে আমি এই চিঠি লিখছি। কন্য়াকুমাররী থেকে কাশ্মীর পর্যন্ত লাখো ভারতীয় আমার সঙ্গে পথ হেঁটেছেন। এটা আমার জীবনের সবথেকে সমৃদ্ধ ট্রিপ ছিল। যে ভালোবাসা আমি পেয়েছি তাতে আমি আপ্লুত। গোটা পথে আপনাদের সব কাহিনি আমি শুনেছি। অর্থনৈতিক দুরবস্থা, যুবকদের মধ্যে বেকারত্ব, দ্রব্যমূল্যবৃদ্ধি, দেশের সম্পদের উপর কর্পোরেটের খবরদারি সবটাই দেখেছি।