গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

6
গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

এবার থেকে গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ আনতে চলেছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সাধারণ মানুষের মধ্যে একটি প্রবণতা রয়েছে ফিক্সড ডিপোজিটের কিন্তু অনেক সময়তেই মেয়াদের আগে ফিক্স ডিপোজিট তুলতে গেলে দিতে হয় জরিমান যা প্রায় সুদে ১% জরিমানা নিয়ে থাকে ব্যাংক। তবে খুশির হাওয়া সমস্ত পিএনবি গ্রাহকদের মধ্যে এবার থেকে সুগম টার্ম ডিপোজিট স্কিমে টাকা ফিক্স ডিপোজিট রাখলে দিতে হবে না কোন জরিমানা।

আরবিআই তার রেপো রেট বৃদ্ধি করার ফলে ভারতের বিভিন্ন ব্যাংকগুলিও তাদের আমানতের ওপর সুদের হার বৃদ্ধি করতে থাকে যা মানুষের কাছে সুবর্ণ সুযোগ হয়ে ওঠে। সিনিয়র সিটিজেনদের জন্য তো আরও বেশি সুযোগ কারণ তাদের ক্ষেত্রে সুদের হার প্রায় অনেকটাই বেশি। অনেকেই যার জন্য পরিবারের সিনিয়র সিটিজেনদের মাধ্যমে ফিক্স ডিপোজিট করাও পছন্দ করেছেন। তবে সময়ের আগে অর্থাৎ ম্যাচুরিটি পিরিয়ডের আগে যদি কোন গ্রাহক তার ফিক্স ডিপোজিট তুলতে চান সে ক্ষেত্রে তাঁকে দিতে হয় পেনাল্টি চার্জ। সেটি ব্যাংক বিশেষে পরিবর্তিত হয়।

এসবিআইতে ৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পেনাল্টি দিতে হয় ০.৫০%; ৫ লক্ষ টাকার বেশি হলে সে ক্ষেত্রে ১% জরিমানা ধার্য হয়। সময়ের আগে ফিক্স ডিপোজিট অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে ১% জরিমানা ধার্য হয় কিন্তু এবার থেকে পাঞ্জাব ন্যাশনালের সুগম টার্ম ডিপোজিটে টাকা রাখলে সময়ের আগে টাকা তুলতেও কোন জরিমানা দিতে হবে না গ্রাহকে। ন্যূনতম হাজার টাকা তোলার ক্ষেত্রে একের গুণিতকে ম্যাচিওরিটির আগে যে কোন অংকের টাকা তোলার সুবিধা রয়েছে, যেখানে আমানতকারী সম্পূর্ণ আমানত না ভেঙেই তুলতে পারবেন। অবশিষ্ট আমানতের সুদের উপর কোন জরিমানাও আরোপ করবে না ব্যাংক, তাই পিএনবির গ্রাহকদের জন্য এটি সোনে পে সোহাগা অফার।