মালদা, ২২ জুন : কেন্দ্র সরকারের বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে এবং পশ্চিমবাংলায় সম্প্রীতি পরিবেশ অক্ষুন্ন রাখতে জেলা বামফ্রন্টের মিছিল ও পথসভা।
মালদা শহরের টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরুর সময় পুলিশের সঙ্গে নেতা কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। মিছিল ও সভার কোন অনুমতি না দেওয়ায় কর্মীদের সঙ্গে পুলিশের বাচসা শুরু হয়।
মিছিলকে ঘিরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পরে মিছিলটি সারা শহর পরিক্রমা করার পর রবীন্দ্র এভিনিউ এলাকায় বিদ্যুৎ দপ্তরের সামনে একটি পথসভা করে।
উপস্থিত ছিলেন, জেলা সিপিআইএমের সম্পাদক অম্বর মিত্র, বামফ্রন্টের বর্ষিয়ান নেতা বিশ্বনাথ ঘোষ, সিপিএম নেতা কৌশিক মিশ্র সহ জেলা নেতৃত্ব।