মালদা,২৪ জুন : বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে ধামসা মাদল বাজিয়ে খালি কলসি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
শুক্রবার সকাল থেকে হবিবপুর থানার হুরাবাড়ি এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই।পানীয় জল পাচ্ছেন না তারা।
এদিন সকালে পানীয় জল ও বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ।
প্রায় তিন ঘন্টা অবরোধের পর পুলিশ প্রশাসনের আস্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।