কংগ্রেস সরকারের বিরুদ্ধে আবারো তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

10
কংগ্রেস সরকারের বিরুদ্ধে আবারো তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কংগ্রেস সরকারের বিরুদ্ধে আবারো তোপ দাগলেন প্রধানমন্ত্রী। নেহেরু পরিবারকে ফের কটাক্ষ ছুঁড়ে দিলেন।রাজ্য রাজনীতি আবারও উত্তাল, প্রধানমন্ত্রীর ভাষণে। এদিন রাজ্যসভাতে প্রধানমন্ত্রীর ভাষনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এখনকার প্রজন্ম কেনইবা ইতস্তত বোধ করছেন নেহেরু পদবী ব্যবহার করতে? কেন এত ভয় লজ্জা শঙ্কা? তিনি বলেন তাহলে কি নেহেরু আদৌ বড় মাপের মানুষ ছিলেন? এদিন তিনি তার বক্তব্যের আগাগোড়া কংগ্রেস সরকারকে আক্রমণ করতে ছাড়েন নি।

মোদীজি বলেন কংগ্রেস সরকার তাঁদের বক্তব্যে সবসময় বলে গেছেন গরিবি হটাও কিন্তু আদৌ কি তাঁরা দারিদ্রতা দূরীকরণের জন্য কিছু করেছেন? যদি করতেন তা হলে বছরের পর বছর ধরে আদিবাসী জনজাতিরা এত অবহেলিত হতে পারতেন না। এমনকি তিনিও বলেন এই ২১ শতাব্দীর তৃতীয় পর্যায়ে এসে তাঁর সরকারকেও এত কষ্ট করতে হতো না। তবে কংগ্রেস সরকারকে কটাক্ষ করার সাথে সাথে তিনি কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাগড়েকেও কটাক্ষ করতে ছাড়েননি।

বেশ কয়েকদিন আগেই নরেন্দ্র মোদিকে মোনিবাবা বলে কটাক্ষ করেছিলেন। সেটি ছিল আদানি ইস্যৃকে কেন্দ্র করে যে কারণে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার প্রত্যুত্তর দেন অর্থাৎ রাজ্য রাজনীতিতে সবসময়ই কাঁদা ছড়াছুড়ির কান্ডটি ঘটেই থাকে তা না হলে হয়তো রাজ্য রাজনীতি পরিপূর্ণতা পাবে না।