মাঝে মাঝেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হচ্ছে! শোনা যাচ্ছে দুর্ঘটনার খবর! তাই দেখে নিন বাজ পড়ার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন। বাইরে, উঁচু জায়গা বা ছাদ, জলাশয়ের কাছে থাকবেন না। ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। কংক্রিটের মেঝেতে শোবেননা বা দেওয়ালে হেলান দেবেননা।
বজ্রপাতের সময় বাইরে থাজলে নিরাপদ জায়গাই আশ্রয় নিন। দোকান বা বাড়িতে আশ্রয় নেওয়া ভালো। ফাঁকা জায়গায় যেসব যাত্রী ছাউনি থাকে, সেখানে আশ্রয় নেবেননা।
গাড়িতে থাকলে জানলার কাঁচ তুলে দেওয়া ভালো। বৈদ্যুতিক কানেকশন বন্ধ করে রাখবেন। কোনো গ্যাজেট ব্যবহার করবেননা। বাজ পড়ার সময় সিঁড়ির রেলিং, ধাতব কল , পাইপ স্পর্শ করবেন না।